IOM একটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নানাবিধ খরচ হয়ে থাকে।
যেমন: আমাদের মাদ্রাসার প্রায় ৯২ জন শিক্ষক/শিক্ষিকার হাদিয়া, স্টাফদের বেতন, অফিস ভাড়া, সার্ভার ভাড়া, ভার্চুয়াল ক্যাম্পাস ভাড়া, ইন্টারনেট বিল, স্ট্রিমিং সার্ভার ভাড়া, লাইভ ক্লাশ ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদির খরচ ব্যয় হয়ে থাকে।
তবে আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় উক্ত ফি প্রদানে সক্ষম না হন, সেক্ষেত্রে পুওরফান্ডের জন্য আবেদন করলে ইনশাআল্লাহ আপনার বিষয়টি বিবেচনা করা হবে।
পুওরফান্ডের স্টুডেন্ট হিসাবে আপনি যত টাকা প্রদান করবেন, তার বাকি অংশটা যদি কোনো যাকাতের ফান্ড থেকে পূরণ করে দেয়ার ব্যবস্থা হয়, সেক্ষেত্রে যাকাত ফান্ড থেকে তা পূরণ করার অনুমতি দিচ্ছেন কিনা বিষয়টি উল্লেখ করলে ভালো হয়। অর্থাৎ, এজন্য আপনাকে যাকাত নেয়ার জন্য উপযুক্ত হতে হবে। যদি আপনি যাকাত নেওয়ার মতো উপযুক্ত না হন তবে সেই বিষয়টিও 'বিস্তারিত লিখুন' এর ঘরে উল্লেখ করলে ভালো হয়।
উল্লেখ্য যে, কোনো শিক্ষার্থী যেই সেমিস্টার এ পুওরফান্ডের আবেদন করবে এবং সেই আবেদন গৃহীত হবার পর উক্ত সেমিস্টার এ তাকে অবশ্যই সেমিস্টার এর সকল ক্লাসের উপস্থিতিতে ৯০% এবং টোটাল সেমিস্টার এর মার্কের উপর ৫০% এর উপরে মার্ক থাকতে হবে। অন্যথায় পরের সেমিস্টার থেকে তার পুওরফান্ডের সুবিধা বাতিল বিবেচিত হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।
Note: পুওর ফান্ড শুধুমাত্র আলিম কোর্স ও স্কুল মক্তব কোর্সের জন্য প্রযোজ্য। সিঙ্গেল কোর্সের জন্য পুওর ফান্ড প্রযোজ্য নয়।
Note: Poor fund only applicable Alim Course and School Maktab course. Poor Fund is not applicable for single courses
Poor Fund Application Successfully Submitted. Please Check Mail. Same Poor fund ID Number: {{PoorFundSubmittedId}}